যশোর জেলার বিখ্যাত ব্যক্তির নাম জানুন

পাবনা জেলার বিখ্যাত ব্যক্তির নাম জানুনযশোর জেলার বিখ্যাত ব্যক্তির নাম এবং যশোর জেলার দর্শনীয় স্থান ও যশোর জেলার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং যশোর জেলার অবস্থান ও আয়তন সহ যশোর জেলার সকল তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
যশোর জেলার বিখ্যাত ব্যক্তির নাম জানুন
এই আর্টিকেলে যশোর জেলার সকল তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাশাপাশি যশোর জেলায় কয়টি উপজেলা, কয়টি সংসদীয় আসন, কয়টি পৌরসভা এবং কয়টি ইউনিয়ন পরিষদ রয়েছে সে সকল তথ্য নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে।

যশোর জেলা

যশোর বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত একটি জেলা যা খুলনা বিভাগের অন্তর্গত। ১৭৮১ খ্রিস্টাব্দের দিকে যশোর জেলা প্রতিষ্ঠা লাভ করে। বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয় যশোর জেলাকে। বর্তমান সময়ে যশোর জেলায় ৮টি উপজেলা, ৬টি সংসদীয় আসন, ৭টি পৌরসভা এবং ৯৩ টি ইউনিয়ন পরিষদ রয়েছে। বাংলাদেশের প্রথম স্মার্ট জেলা হলো যশোর।

যশোর জেলার অবস্থান ও আয়তন

খুলনা বিভাগের তৃতীয় বৃহত্তম শহর হিসেবে পরিচিত যশোর। যশোর জেলার পূর্বে নড়াইল জেলা ও খুলনা জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে ঝিনাইদহ জেলা ও মাগুরা জেলা এবং দক্ষিণে সাতক্ষীরা জেলা ও খুলনা জেলা অবস্থিত।

যশোর জেলার গদখালি থেকে দেশের ৮০% ফুল সরবরাহ করা হয়ে থাকে। যশোর জেলার আয়তন হলো ২৬০৬.৯৪ বর্গ কিলোমিটার।

যশোর জেলার উপজেলা

বর্তমান সময়ে যশোর জেলায় ৮টি উপজেলা রয়েছে।
সেগুলো হলোঃ
  • যশোর সদর উপজেলা
  • শার্শা উপজেলা
  • মনিরামপুর উপজেলা
  • বাঘারপাড়া উপজেলা
  • চৌগাছা উপজেলা
  • কেশবপুর উপজেলা
  • অভয়নগর উপজেলা
  • ঝিকরগাছা উপজেলা
বর্তমান সময়ে যশোর জেলায় সংসদীয় আসন রয়েছে ৬টি।

যশোর জেলার পৌরসভা

বর্তমানে যশোর জেলায় ৭টি পৌরসভা রয়েছে।
সেগুলো হলোঃ
  • যশোর পৌরসভা
  • বেনাপোল পৌরসভা
  • চৌগাছা পৌরসভা
  • কেশবপুর পৌরসভা
  • ঝিকরগাছা পৌরসভা
  • মনিরামপুর পৌরসভা
  • বাঘারপাড়া পৌরসভা

যশোর জেলার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান

অনেক প্রাচীন আমল থেকেই যশোর জেলার শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত। কেননা যশোর জেলার স্বাক্ষরতার হার প্রায় ৭৬%। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ১৯৬৩ খ্রিস্টাব্দে যশোর শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করা হয়েছিল।

দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক নামক আইটি প্রতিষ্ঠান যশোর জেলায় নির্মাণ করা হয়েছে। এছাড়াও যশোর জেলার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
  • যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • যশোর মেডিকেল কলেজ
  • যশোর ক্যান্টনমেন্ট কলেজ
  • বি.এ.এফ শাহীন কলেজ
  • মাইকেল মধুসূদন সরকারি কলেজ
  • যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
  • গঙ্গানন্দপুর সরকারি কলেজ
  • উপশহর মহিলা ডিগ্রী কলেজ
  • যশোর সরকারি সিটি কলেজ
  • চৌগাছা সরকারি কলেজ
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সরকারি কলেজ
  • মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়

যশোর জেলার দর্শনীয় স্থান

যশোর অনেক প্রাচীন একটা জনপদ। সময়ের কালক্রমে ছোট বড় অনেক নিদর্শন গড়ে তোলা হয়েছে যশোর জেলায়। যা কালের বিবর্তনে দাঁড়িয়ে রয়েছে এখনো। যা দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে যশোর জেলায় আসে দর্শনার্থীরা। যশোর জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হলোঃ
  • হাজী মুহাম্মদ মহসিনের ইমামবাড়া
  • চাচড়া শিবমন্দির
  • ভরত রাজবাড়ী
  • মাইকেল মধুসূদন দত্তের বাড়ি
  • শেখপুরা জামে মসজিদ
  • নকশী কাঁথা গ্রাম পান্থপাড়া
  • জামতলার রসগোল্লা
  • জেস গার্ডেন পার্ক
  • বেনাপোল স্থলবন্দর
  • ভাসমান সেতু
  • মির্জানগর হাম্মাম খানা
  • গদাধরপুর বাওড়
  • তুলাবিজ বর্ধন খামার
  • দমদম পীরের ডিবি
  • ঝাপা বাওড়
  • ধীরাজ ভট্টাচার্যের বাড়ি
  • ফুলের হাট গদখালি
  • কালেক্টরেট পার্ক
  • বিনোদিয়া পার্ক
  • উপশহর পার্ক
  • জেস গার্ডেন পার্ক
  • যশোর আইটি পার্ক
  • মির্জানগর নবাব বাড়ি
  • তালখড়ি জমিদার বাড়ি
  • জগদীশপুর তুলার ফার্ম
  • এগারো শিবমন্দির
  • শ্রীধরপুর জমিদার বাড়ি
  • বাবা বৈদ্যনাথ ধাম মন্দির

যশোর জেলার বিখ্যাত ব্যক্তি

যশোর অত্যন্ত প্রাচীন জনপদ হওয়ায় অনেক নামিদামি মানুষের জন্ম হয়েছে যশোর জেলায়। যারা নিজেদের কর্মের মাধ্যমে দেশ ও দেশের বাহিরের সুনাম অর্জন করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
  • মাইকেল মধুসূদন দত্ত, বাঙালি কবি ও নাট্যকার
  • কিরন চন্দ্র মুখোপাধ্যায়, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তি
  • ফররুখ আহমদ, মুসলিম রেনেসাঁর কবি
  • সরোজ দত্ত, রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী
  • গোলাম মোস্তফা, মুসলিম রেনেসাঁর কবি
  • আবুল হোসেন, কবি
  • ডঃ মুহাম্মদ লুৎফর রহমান, সাহিত্যিক
  • বাঘা যতীন, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নেতা
  • ইলা মিত্র, কৃষক নেতা
  • রাধাগোবিন্দ চন্দ্র, জ্যোতি-বিজ্ঞানী
  • কোহিনুর আক্তার সুচন্দা, চলচ্চিত্র অভিনেত্রী
  • ফরিদা আক্তার ববিতা, চলচ্চিত্র অভিনেত্রী
  • গুলশান আরা চম্পা, চলচ্চিত্র অভিনেত্রী
  • রিয়াজ আহমেদ, চলচ্চিত্র অভিনেতা
  • শাবনূর, চলচ্চিত্র অভিনেত্রী
  • শাহ মোহাম্মদ ফারুক, বিজ্ঞানী
  • দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়, শিশু সাহিত্যিক
  • অবনীভূষণ চট্টোপাধ্যায়, গণিতজ্ঞ ও লেখক
  • হাসিবুর রেজা কল্লোল, চলচ্চিত্র পরিচালক
  • ইকবাল কাদির, প্রতিষ্ঠাতা গ্রামীণফোন কোম্পানি\
  • রশিকলাল চক্রবর্তী, সাধক সঙ্গীতজ্ঞ

শেষ কথা

সুপ্রিয় পাঠক, দেশ ইনফো বি.আর ওয়েবসাইটের এই আর্টিকেলে যশোর জেলার বিখ্যাত ব্যক্তির নাম এবং যশোর জেলার দর্শনীয় স্থান সহ যশোর জেলার সকল তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর্টিকেলটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। যেকোন বিষয়ের আপডেট তথ্য জানতে দেশ ইনফো বি.আর ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

দেশইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url