ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৪ ও ভাড়ার তালিকা

সুপ্রিয় পাঠক, ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এবং ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি স্টেশন এবং ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে করে রাজশাহী থেকে কোন কোন জায়গায় যাওয়া যাবে সে সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৪ ও ভাড়ার তালিকা
এই আর্টিকেলে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের আসন ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি ঢাকা-রাজশাহী রুটে চলাচলকৃত ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি স্টেশন সম্পর্কে তথ্য জানানো হয়েছে।
সূচিপত্রঃ ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৪ ও ভাড়ার তালিকা

ধূমকেতু এক্সপ্রেস ট্রেন

বাংলাদেশ রেলওয়ের পশ্চিম-অঞ্চলের অধীনে পরিচালিত অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমন্বিত আন্তঃনগর ট্রেন হলো ধূমকেতু এক্সপ্রেস। ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নাম্বার ৭৬৯/৭৭০ যা রাজধানী ঢাকা হতে রাজশাহী পর্যন্ত যাত্রী পরিবহন করে থাকে।

এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করা হয় ২০০৭ সালের ২ই অক্টোবর ঢাকা-ঈশ্বরদী জংশন রুটে। পরবর্তী সময়ে সাধারণ জনতার আন্দোলনের ফলে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী পর্যন্ত বর্ধিত করা হয় ৩ই জুন ২০১৪ সালে।

ধূমকেতু এক্সপ্রেস ট্রেন বাংলাদেশের ৭টি গুরুত্বপূর্ণ জেলাকে সংযুক্ত করে রেখেছে। বর্তমান সময়ে সপ্তাহে ৬দিন ঢাকা-রাজশাহী রুটে যাত্রী পরিবহন করে থাকে ধূমকেতু এক্সপ্রেস ট্রেন। যার সাপ্তাহিক ছুটির দিন বুধবার (৭৭০) এবং বৃহস্পতিবার (৭৬৯)।

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

ধূমকেতু এক্সপ্রেস ট্রেন সপ্তাহে ৬দিন ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে যাত্রী পরিবহন করে থাকে। ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন হতে যাত্রা শুরু করে সকাল ৬টায় এবং রাজশাহী পৌঁছায় সকাল ১১টা ৪০ মিনিটে।

আবার রাজশাহী রেলওয়ে স্টেশন হতে যাত্রা শুরু করে রাত ১১টা ২০ মিনিটে এবং ঢাকায় পৌঁছায় ভোর ৪টা ৪৫ মিনিটে।
স্টেশনযাত্রা শুরুপৌঁছায়সাপ্তাহিক ছুটি
কমলাপুর রেলওয়ে স্টেশনসকাল ০৬:০০ মিনিটসকাল ১১:৪০ মিনিটবৃহস্পতিবার
রাজশাহী রেলওয়ে স্টেশনরাত ১১:২০ মিনিটভোর ০৪:৪৫ মিনিটবুধবার

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

ঢাকা- রাজশাহী- ঢাকা
আসন বিন্যাসভাড়া
শোভন চেয়ার৩৪০ টাকা
প্রথম সিট৫৬৫ টাকা
স্নিগ্ধা৬৭৫ টাকা
নন এসি কেবিন৮৮০ টাকা
এসি কেবিন ১০৩০ টাকা
বাংলাদেশ রেল কর্তৃপক্ষ যেকোনো সময় ট্রেনের ভাড়ার পরিবর্তন করতে পারে। সে কারণে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার পূর্বে ভাড়ার তালিকা জেনে নিন। আবার অনলাইনে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের টিকিট বুকিং দিলে অতিরিক্ত সার্ভিস চার্জ দিতে হবে।

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের আসন ব্যবস্থা

ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ১৪টি কোচ দিয়ে ঢাকা-রাজশাহী রুটে যাত্রী পরিবহন করে থাকে। যার মধ্যে শোভন চেয়ার ৭টি, স্নিগ্ধা ২টি, এসি কেবিন ২টি এবং গার্ডব্রেক ও কিচেন ২টি, পাওয়ারকার ১টি। ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ব্রডগ্রজ রেললাইন ব্যবহার করে চলাচল করে এবং বর্তমানে চাইনিজ CRRC কোচে চলাচল করছে।

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি স্টেশন

ধূমকেতু এক্সপ্রেস ট্রেন সপ্তাহে ৬দিন ঢাকা-রাজশাহী রুটে যাত্রী পরিবহন করে থাকে। যাত্রী পরিবহন করার সময় ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ১২টি স্টেশনে যাত্রাবিরতি দিয়ে থাকে।

তবে কোন ব্যক্তি রাজশাহী থেকে টাঙ্গাইল ও জয়দেবপুর যেতে চাইলে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের সেবা নিতে পারেন। ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি স্টেশন গুলো হলো,
স্টেশনেঢাকা থেকে (৭৬৯)রাজশাহী থেকে (৭৭০)
বিমানবন্দর রেলওয়ে স্টেশন ঢাকা সকাল ০৬:২৭ মিনিটভোর ০৪:০৭ মিনিট
জয়দেবপুর রেলওয়ে জংশন
সকাল ০৬:৫৭ মিনিটভোর ০৩:৪০ মিনিট
টাঙ্গাইলে রেলওয়ে স্টেশনসকাল ০৭:৫৫ মিনিটX
বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশনসকাল ০৮:১৭ মিনিটরাত ০২:২১ মিনিট
এম মুনসুর আলী রেলওয়ে স্টেশনসকাল ০৮:৫৪ মিনিটরাত ০১:৩৮ মিনিট
জামতৈল জংশনসকাল ০৯:০৫ মিনিটX
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনসকাল ০৯:১৯ মিনিটX
বড়ালব্রিজ রেলওয়ে স্টেশনসকাল ০৯:৪৬ মিনিটরাত ১২:৫৯ মিনিট
চাটমোহর রেলওয়ে স্টেশনসকাল ১০:০৩ মিনিটরাত ১২:৪৩ মিনিট
ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনসকাল ১০:২৫ মিনিটX
আব্দুলপুর জংশনসকাল ১০:৪১ মিনিটরাত ১২:০১ মিনিট
আড়ানী রেলওয়ে স্টেশনসকাল ১০:৫৫ মিনিটX

শেষ কথা

সুপ্রিয় পাঠক, দেশ ইনফো বি.আর ওয়েসাইটের এই আর্টিকেলে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এবং ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি স্টেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর্টিকেলটি  ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

দেশইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url